খণ্ডকৃত লাশবোঝাই ট্রলি ব্যাগ শনাক্ত করা প্রায় অসম্ভব: পশ্চিমবঙ্গ পুলিশ – দৈনিক গণঅধিকার

খণ্ডকৃত লাশবোঝাই ট্রলি ব্যাগ শনাক্ত করা প্রায় অসম্ভব: পশ্চিমবঙ্গ পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১০:৫৯
পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের নিহত এমপি আনোয়ারুল আজীম আনারের দেহের খণ্ডাংশ বোঝাই ট্রলি ব্যাগটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণ দেহাংশ নিখোঁজের ২২ দিন পেরিয়ে গেছে। বৃহস্পতিবার (৭ জুন) এ কথা বলেছেন কলকাতা সিআিইডির এক কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। সিআইডি কর্মকর্তা বলেছেন, ২২ দিন হয়ে গেছে। ট্রলি ব্যাগটি শনাক্ত করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। কিন্তু আমাদের কর্মকর্তারা খোঁজ জারি রেখেছে। বাংলাদেশের পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেবো। বিভিন্ন চ্যালেঞ্জ স্বত্বেও গোয়েন্দা কর্মকর্তারা নিউ টাউন এলাকার আশেপাশে দেহের খণ্ডাংশের অনুসন্ধান অব্যাহত রেখেছেন। যে ফ্ল্যাটে বাংলাদেশের এমপি খুন হয়েছেন সেখানে পাওয়া ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখার পরিকল্পনা করছেন কর্মকর্তারা। গত ১২ মে চিকিৎসার কথা বলে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন তিনি। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর কিছু দিন তার খোঁজ পাওয়া যায়নি। এর পাঁচ দিন পরে ১৮ মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন গোপাল বিশ্বাস। কিন্তু আর খোঁজ মেলেনি টানা তিনবারের এই সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পাশের নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর ফ্ল্যাটে আনারকে খুন করা হয়েছে। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে মরদেহের সন্ধান মেলেনি সেখানে। ওই হত্যাকাণ্ডকে ঘিরে ভারত ও বাংলাদেশে পৃথক মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকজন। এরপর নিয়ম অনুসারে তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে ইতোমধ্যে আদালতের কাছে জবানবন্দিও দিতে শুরু করেছেন আসামিরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা