ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত সভাপতিকে স্বাগত জানিয়ে শোডাউন – দৈনিক গণঅধিকার

ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত সভাপতিকে স্বাগত জানিয়ে শোডাউন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৩ | ৮:৩৬
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজপথেই নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানকে স্বাগত জানালেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকালে মহানগর ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক নেতাকর্মী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে নতুন নেতাকে স্বাগত জানান। নেতাকর্মীরা তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ‘তারেক রহমানের সিদ্ধান্ত, চূড়ান্ত চূড়ান্ত’, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি স্লোগান দেন। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে দলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি নরসিংদী। পল্টনে নেতাকর্মীদের উদ্দেশে নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান একটি সিদ্ধান্ত দিয়েছেন। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদের একটি মূল গণসংগঠন। এ সংগঠনে আমার মতো অসংখ্য নেতাকর্মী রয়েছেন এবং যে কেউ নেতৃত্ব দিতে দৃঢ়প্রতিজ্ঞা ও যোগ্য। তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই। সর্বোচ্চ শৃঙ্খলা ও সর্বোচ্চ ঐক্যের সঙ্গে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে ছাত্রদলের সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিলও বের করেন। নতুন ভারপ্রাপ্ত সভাপতিকে নিয়ে তিনতলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ছাত্রদলের নেতারা। এরপর তারা একই ভবনে ছাত্রদলের কার্যালয়ে যান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা