শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু – দৈনিক গণঅধিকার

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু

শেরপুর প্রতিনিধি
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৭:০২
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মহাসড়কে খৈলকুড়া এলাকায় যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে উল্টে গেলে ২০ জন আহতসহ এক শিশু নিখোঁজ রয়েছে। আজ ৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১ টায় এ দূর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। আহতের উদ্ধার করে স্থানীয় জনতা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ কে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় । এতে কয়েকজন আহত হয়েছেন।এবং আড়াই মাস বয়সী এ শিশু পানিতে নিখোঁজ রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে উদ্ধার কাজ তদারকিরত শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিল আহাম্মেদ বলেন, আমরা দেড়টায় সংবাদ পাওয়া মাত্র আমাদের উদ্ধারকারী দল সহ ঘটনাস্থলে এসে নিমজ্জিত বাসটিকে পানি থেকে টেনে তুলি। লোকমূখে জানতে পেরেছি আড়াই মাস বয়সী এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি শিশু টি উদ্ধার হলে সর্বশেষ অবস্থা জানা যাবে। এদিকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল আমিন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা নিখোঁজ বিজ্ঞপ্তি তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ পুলিশ, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল গাজায় অনাহারে মৃত্যু ২০০ ছুঁইছুঁই ওসমানী মেডিকেল কলেজে হোস্টেল সংকট, শিক্ষার্থীদের ক্লাস বর্জন মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে যা জানা যাচ্ছে শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২ কক্সবাজারে দালাল সিন্ডিকেট অভিযানে চারজনকে কারাদণ্ড প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন ব্রাক্ষণবাড়িয়া আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান বিদ্যুতায়িত হয়ে নিহত। শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার আবারও বাড়ল তেলের দাম