‘বকশিশ’ ছাড়া নথি নড়ে না ঢাকার আদালতপাড়ায় – দৈনিক গণঅধিকার

৩৪টি কোর্টের জন্য এজলাস ২৩ টি

‘বকশিশ’ ছাড়া নথি নড়ে না ঢাকার আদালতপাড়ায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ১০:২৯
সাভারের একটি গার্মেন্টসে চাকরি করেন মধ্যবয়সী মর্জিনা বেগম। হেমায়েতপুর আর্জেন্টপাড়ায় পরিবার নিয়ে ভাড়া করা বাসায় থাকেন। মর্জিনার স্বামী নুরুল ইসলামের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নেন দূরসম্পর্কের আত্মীয় রিকশাচালক রুবেল। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় এক দিন সন্ধ্যায় রুবেলের জামার কলার চেপে ধরেন নুরুল ইসলাম। প্রতিশোধ নিতে পরদিন মর্জিনার বিরুদ্ধে সাভার থানায় অপহরণের অভিযোগ এনে মামলা করেন রুবেল। ২০১৯ সালে গ্রেপ্তার হয়ে এক বছর তিন মাস জেল খাটেন মর্জিনা। তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন ঢাকার আদালতে। এক বছর ধরে মামলার বাদীর খোঁজ নেই। তাই অভিযোগ গঠন হচ্ছে না। শুধু মর্জিনা নন, অসংখ্য বিচারপ্রার্থী বছরের পর বছর ঘুরছেন ঢাকার আদালতপাড়ায়। নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় এখানে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় বিচারপ্রার্থীদের। আইনজীবীদের অভিযোগ, সিএমএম আদালত, মহানগর আদালত ও জেলা জজ আদালত সময়মতো বসে না। সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় বসার কথা থাকলেও বসে ১১টায়। আদালতে মামলা বদলি নিয়ে এক ধরনের নৈরাজ্য চলছে। কোন মামলা বিচারের জন্য কোন আদালতে বদলি করা হয়েছে, তা জানা কষ্টসাধ্য। মামলায় সময়ক্ষেপণ, মামলার নথি দেখানোর নামে অতিরিক্ত অর্থ আদায়, ওকালতনামায় স্বাক্ষরে টাকা আদায়, জামিননামা তোলাসহ নানা অজুহাতে বিচারপ্রার্থীর কাছ থেকে টাকা আদায়– এসব ভোগান্তি লেগেই থাকে। আদালতপাড়ায় ঘুরে জানা যায়, অধিকাংশ আদালতের পেশকার, জিআরও, পুলিশ, পিয়নকে ঘুষ দেওয়া ছাড়া কোনো কাজই হয় না। ‘বকশিশ’ না দিলে মামলার নথি নড়ে না। তবে দুর্ভোগের সবচেয়ে বড় কারণ, বছরের পর বছর মামলা ঝুলে থাকা। আইনজীবী আশরাফ-উল আলম প্রতিবেদককে বলেন, নির্দিষ্ট সময়ে আদালত বসলে বিচারপ্রার্থীর দুর্ভোগ অনেক কমে যাবে। কোনো কোনো ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা আছে, ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার। পারিবারিক আদালতের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির বিধান আছে। কিন্তু বিচারিক আদালতে তা অনুসরণ করা হয় না। জানা গেছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও এজলাস ভাগাভাগি করে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এখানে ৩৪টি কোর্ট থাকলেও এজলাস আছে মাত্র ২৩টি। এ জন্য মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে। মামলার বিচার কার্যক্রমের পাশাপাশি আদালতের প্রশাসনিক অব্যবস্থাপনারও ঘাটতি আছে। সেরেস্তা, রেকর্ড রুম ও নকলখানা পর্যাপ্ত নয়। বিচারপ্রার্থীদের জন্য বিশুদ্ধ পানি, বিশ্রামাগার ও পর্যাপ্ত টয়লেট নেই। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার জানান, তারা বিচারপ্রার্থীর ভোগান্তি কমানোর চেষ্টা করছেন। আইনজীবী সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান মামুন বলেন, কোনো মামলায় চার্জশিট দাখিলের পর বিচার শুরু হয়ে যায়। এর পর তদন্ত কর্মকর্তা যখন ঢাকার বাইরে বদলি হয়ে যান, তখন সাক্ষীর জন্য ডাকা হলে তিনি আর যথাসময়ে আসেন না। ঢাকা মহানগর জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, আদালতে কিছু সমস্যা আছে, সেগুলো সামগ্রিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল