রাজধানীর পশুহাট গুলোতে লাখের নিচে গরু নেই – দৈনিক গণঅধিকার

রাজধানীর পশুহাট গুলোতে লাখের নিচে গরু নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৪ | ১১:২৫
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সাহেদ হোসাইন। প্রতি বছর প্রতিবেশীদের সঙ্গে শরিকে কোরবানি দেন। তাদের ৩ পরিবারের কোরবানির বাজেট ৭০ থেকে ৮০ হাজার টাকা। গত দুইদিন ধরে তারা রাজধানীর হাট থেকে হাটে ঘুরছেন পশু কিনতে। তবু বাজেটের মধ্যে পাচ্ছেন না। শনিবার (১৫ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে গাবতলী হাটে গরু কিনতে না পেরে অন্য হাটে যাওয়ার সিদ্ধান্ত নেন। আজমল হোসাইন বলেন, ‘এ বছর হাটগুলোতে ছোট আকারের কোরবানির পশুর সংখ্যা কম। যদিও কিছু পাওয়া যায়, কিন্তু ব্যাপারীরা দাম চাচ্ছে অনেক। বলা চলে, লাখ টাকার নিচে গরু নেই।’ বিগত বছরের তুলনায় এ বছর গোখাদ্যের বেশি দামকে পশুর দাম বৃদ্ধির কারণ হিসেবে বলছেন ব্যবসায়ীরা। রাজধানীর পশুর হাটগুলোতে ছোট আকারের গরুর চাহিদা বেশি থাকলেও এবার ছোট গরুর সংখ্যা কম। বেশির ভাগ হাটে লাখ টাকার নিচে গরু পাচ্ছেন ক্রেতারা। বিশেষ করে গাবতলী হাটে ছোট আকারের গরু নেই। অন্য হাটগুলোতে সামান্য কিছু ছোট গরু পাওয়া গেলেও দাম ছাড়ছেন না বিক্রেতারা। অধিকাংশ হাটে ছোট ও মাঝারি আকারের গরুর দাম লাখ টাকার ওপরে। ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। এ বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে দুই সিটি করপোরেশনে স্থায়ী ও অস্থায়ী মিলে ২২ টি হাটের ইজারা দেওয়া হয়েছে। ঈদের শেষ মুহূর্তে রাজধানীর সবগুলো হাটে ক্রেতার উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছেন, গোখাদ্যসহ পশু পালনে খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেড়েছে গরুর দাম। আর ছোট আকারের গরু আনলে লাভ হয় না। সে কারণে এবছর ছোট গরু কম এসেছে। ক্রেতারা বলছেন, দিন দিন কোরবানির পশুর দাম বাড়ছে। বাজেট অনুযায়ী ছোট ও মাঝারি আকারের গরু পাওয়া যাচ্ছে না। মিরপুর-১২ নম্বর থেকে গাবতলী হাটে এসেছেন মো. জিল্লুর রহমান। তিনি বলেন, ২ ঘণ্টা যাবত মাঝারি আকারের গরু খুঁজছি। এখন আমার বাজেট বা সামর্থ্য অনুযায়ী গরু পাচ্ছি না। ব্যাপারীরা দাম বেশি চাচ্ছে। গতবারের তুলনায় এবার ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি দাম চাইছে। আগারগাঁও এলাকা থেকে আসা ফাহিম বলেন, তিন ঘণ্টা যাবত ছোট বা মাঝারি আকারের গরু খুঁজছি। দামে মিলছে না, তাই কিনতে পারছি না। লাখ টাকার নিচে কোনও গরু পাওয়া যাচ্ছে না। গরু ধরলেই বলে দেড় থেকে ২ লাখ টাকা। আরেক ক্রেতা মো. আফছার হোসেন বলেন, ছোট একটি গরু ৯০ হাজার টাকা বলেছি। তবু বিক্রেতা দিচ্ছে না। এটা ঠিক যে সব কিছুর দাম বৃদ্ধি পাওয়া পশুর দামও বেড়েছে। তাই বলে লাখ টাকার মধ্যে গরু পাওয়া যাবে না। এটা কীভাবে হয়। মানিকগঞ্জের সিংগাইর থেকে মাঝারি আকারের ৬টি গরু নিয়ে গাবতলী হাটে আসেন মো. ইয়াকুব আলী। তিনি বলেন, শুক্রবার সকালে হাটে আসছি। দুইদিনে মাত্র দুইটা গরু বিক্রি করতে পারছি। গরুর দাম চাচ্ছি এক লাখ ৪০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকা। ক্রেতারা দাম বলে এক লাখ বা এক লাখ ১০ হাজার। মনে হচ্ছে এবার আমাগো অনেক লস (ক্ষতি) হইবো। আরেক ব্যাপারী মহিদ মিয়া বলেন, গোখাদ্যের দাম অনেক বেশি হওয়ায় গরুর দামও একটু বেশি। আমরা সারা বছর গরু লালন-পালন করি কোরবানিতে বিক্রি করা জন্য, তবে দাম পাই না। ক্রেতারা যে দাম বলে, এতে লাভের বদলে লোকসান হইবো। ছোট গরু পাওয়া যাচ্ছে যেসব হাটে: রাজধানীর বছিলা পশুর হাট, শাহজানপুর কোয়ার্টার হাট, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন হাট, বাড্ডা নতুন বাজার বেড়াইদ হাট, বনশ্রী মেরাদিয়া হাট ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হাটে ছোট আকারের গরু পাওয়া যাচ্ছে। তবে সংখ্যার বিচারে কমই বলতে হবে। ছোট আকারের গরু হিসাবে দাম কিছুটা বেশি বলেও জানান ক্রেতারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক