আরিফুল ইসলাম
আরও খবর
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।
কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ
কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ।
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত।
কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫
সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী
কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময়
কুষ্টিয়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাথে নির্বাচনী প্রচারনা সম্পর্কিত এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এছাড়া, রাষ্ট্র কাঠামো মেরামত ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে ৬ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওয়ার্ড বিএনপির আয়োজনে নতুন কার্যালয় উদ্বোধন, মতবিনিময় ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক হোসেন নান্নুর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ। উদ্বোধক ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তাকে ফুলেল শুভেচ্ছা জানান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক হোসেন নান্নু। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, ওয়ার্ডের সহ-সভাপতি খন্দকার রাহমাতুর রব এঞ্জেল। এসময় জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড বিএনপিসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রতিটি ভোটারদের কাছে গিয়ে ধানের শীষে ভোট নিশ্চিত করতে হবে। আমরা কোন প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। দেশনায়ক তারেক রহমানের একটাই কথা দেশের উন্নয়ন করতে হবে। যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তাই দেশের মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির বার্তা মানুষের কাছে পৌছে দিয়ে তাদের সমর্থন অর্জন করতে হবে। তাদেরকে বোঝাতে হবে উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। সমাজ যে একটা বিভক্ত হয়ে গিয়েছিলো, এই সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে কুষ্টিয়ার উন্নয়নে এক সাথে কাজ করবো। এছাড়া ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, নির্বাচনের আগে আমাদের একটিভনেস বাড়াতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।